বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল নিউমার্কেট

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

কয়েক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিউমার্কেট এলাকা ও এর প্রধান সড়ক। কয়েকটি মার্কেটে পানি ঢুকে পড়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যহত হচ্ছে। পায়ে হেঁটে চলাচল দুরূহ হয়ে পড়েছে। সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন রিকশা চালকরা।

শনিবার দিবাগত রাতের বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজ, মিরপুর রোড, নায়েমের গলি, নিউমার্কেটের ২ নম্বর গেট, হকার্স মার্কেট, চন্দ্রিমা মার্কেটসহ আশাপাশের এলাকা হাঁটুপানিতে তলিয়ে গেছে। আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। সড়কে কমছে গণপরিবহন। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচলও অপেক্ষাকৃত কমে গেছে। গণপরিবহনে কমে যাওয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

নিউমার্কেটের দোকানদার আজগর বলেন, দোকান নিচতলায় হওয়ায় দোকানে পানি উঠে গেছে। এখন দোকান খোলা রাখার উপায় নেই। অপেক্ষা করতেছি, বৃষ্টি কমার জন্য। বৃষ্টি ছাড়লেই বাসায় চলে যাবো।

এদিকে বেকায়দায় পড়েছেন নিউমার্কেটের ফুটপাতের দোকানদাররা। বৃষ্টির কারণে রাস্তার পাশে থাকা ফুটপাতের দোকানগুলো খোলেনি। কিছু দোকানের পাশে হকারকে দেখা গেলেও বৃষ্টির কারণে তারা দোকান খুলতে পারছেন না।

ফুটপাতের দোকানদার শরীফ হাসান বলেন, আজকে আসছি দেরি করে। আসার পর পর বৃষ্টি শুরু, আর বৃষ্টি কি থামে! বৃষ্টিতে আমরা পড়ছি বিপদে। দোকান বসাতে পারি নাই।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com