মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে : অর্থ উপদেষ্টা আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত দেড় বছরে এত সাফল্য অর্জন অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পারেনি রাতে স্থায়ী কমিটির সভা শেষে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তি যত ক্ষমতাধরই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালত ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি মামুন ৩২ নম্বরে টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড, তিন দিক থেকে ছাত্রদের মিছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

আমাকেও শুনতে হয়, উনি কি আমাদের লোক: আইজিপি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

দায়িত্ব গ্রহণের পর তাকে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি তাদের লোক কি না, একটি রাজনৈতিক দল থেকে এমন প্রশ্নও তাকে শুনতে হয়েছে বলে জানান।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নিজের এই অভিজ্ঞতা প্রকাশ করেন বাহারুল আলম।

আইজিপি বলেন, ‘গত নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রবল প্রতিকূলতার মধ্যে শুরু করতে হয়েছে। সেই অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। আমাকেও শুনতে হয়, উনি কি আমাদের লোক? ধারাবাহিক এটা চলে এসেছে।’

বাহারুল আলম বলেন, ‘আমরা একটা জায়গায় এখনো হতাশা থেকে বের হতে পারছি না। অনেকে বলছেন, পুলিশ কমিশন এখনই করতে হবে। রাজনৈতিক সরকার এলে এটি হবে না। তাহলে, আমাদের ভবিষ্যতে কী আছে?’

তিনি বলেন, ‘উনারা (রাজনৈতিক নেতারা) আমাদের অভিভাবক, আমি তাই মনে করি। তারা দেশ পরিচালনা করেন। তাহলে তাদের কেন আস্থায় রাখতে পারব না? এটা হতাশাজনক। এটা তো হওয়ার কথা নয়। সেই ভয় থেকেই বলি, রাজনীতি ও কার্যনির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটা স্বতন্ত্র বডির আওতায় আমাদের (পুলিশ) নিয়ে যান। ওই আস্থাটা কেন পাচ্ছি না? উনারাই (রাজনৈতিক নেতারা) করবেন। উনারা দেশ চালাবেন, কিন্তু উনারা কোনো প্রভাব বিস্তার করবেন না, সেই জায়গায় কবে যাবো আমি।’

বাহারুল আলম বলেন, ‘গত এক বছরে যেটা মনে হয়েছে, পুলিশের ও জনমানুষের যে অভিজ্ঞতা– কতটুকু ঘৃণা সঞ্চার হলে পুলিশ তার স্টেশন থেকে পালাতে হয়। গত দেড়শ’ বছরে যেটা হয়নি। গত ১৫ বছরে আমরা কীভাবে ব্যবহার হয়েছি, আমরা এর আত্ম অনুসন্ধান করি। যারা পরিচালনা করেন, রাজনৈতিক দল তারা এর থেকে বেরিয়ে যাবেন।’

আইজিপির আহ্বান, ‘কার্যকর স্বাধীনতা আমাকে দেন। মামলা তদন্ত ও গ্রেফতারের ক্ষেত্রে আমার কাছে কোনো নির্দেশনা যেন না আসে। কীভাবে পুলিশ পরিচালিত হবে তা বইতে লেখা আছে। আমাকে ওই অনুযায়ী কাজ করতে হবে। আইনের শাসন অনুযায়ী কাজ করতে দেন।’

তিনি আরও বলেন, ‘১৮৬১ সালের পুলিশ আইনের ৩ ধারাতে পুলিশের ওপর সরকারের অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। এটা কাটছাট করতে হবে। নতুন পুলিশ আইনও হোক। সুখের কথা হলো– অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে।’

এদিন বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এরপর ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ নিয়ে একটি প্রবন্ধ তুলে ধরেন পুলিশের অতিরিক্ত আইজি (অবসরপ্রাপ্ত) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সহসভাপতি ইয়াসমিন গফুর।

বৈঠকে আরও বক্তব্য দেন- আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সাবেক আইজিপি নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী, মানবাধিকার কর্মী নূর খান।

এছাড়া বৈঠকে আরও অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের ও পুলিশের অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করীম।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com