বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

সালমান শাহ হত্যার দ্রুত বিচারের দাবি ভক্তদের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

অকাল প্রয়াত কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহর হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে সালমান ভক্তরা।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাস্টিস ফর সালমান শাহ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমাদের এক দাবি, সালমান হত্যার বিচার চাই’– এমন স্লোগান দেন।

মানববন্ধনে ভক্তরা অভিযোগ করে বলেন, প্রিয় নায়ক সালমান শাহর হত্যা মামলার ১০ দিন পার হলেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডন দীর্ঘদিন প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন, এখন তারা পালিয়ে গেছেন। যদি সত্যিই আত্মহত্যা হয়ে থাকে, তাহলে তারা কেন পালালেন? 

তারা বলেন, সালমান শাহ জীবিত অবস্থায় অন্তত তিনবার হামলার শিকার হয়েছিলেন এবং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। একজন সফল ও জনপ্রিয় মানুষ আত্মহত্যা করতে পারেন না, এটা পরিষ্কার হত্যাকাণ্ড। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া, কিন্তু তা না হয়ে এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা চলছে।

ভক্তরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আমরা আমরণ অনশন করবো।

মানববন্ধনে উপস্থিত সালমান শাহ ফ্যান ক্লাবের সদস্য সোহান বলেন, ‘আমাদের আলমগীর কুমকুম মামা বলেছেন— প্রয়োজনে এই মামলা আন্তর্জাতিক আদালতে, এমনকি আমেরিকাতেও নিয়ে যাওয়া হবে। যতদিন তার হত্যাকারীরা আইনের আওতায় না আসে, ততদিন সালমান শাহর আত্মা শান্তি পাবে না।’

মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিন দশক দেরিতে হলেও এবার আমরা আশাবাদী সালমান শাহ হত্যার বিচার পাব। আমি অনুরোধ করছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হোক।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। প্রায় ৩০ বছর পার হলেও সেই মৃত্যুর বিচার এখনো হয়নি। সম্প্রতি তার সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় নতুন করে যুক্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ও সাক্ষ্য, যা তদন্তকে নতুন মোড় দিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশজুড়ে আবারও তোলপাড় শুরু হয়েছে সালমান শাহর মৃত্যু নিয়ে। তার ভক্তদের একটাই দাবি– প্রিয় নায়কের মা যেন জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com