রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ। শনিবার (৩ মে) সকালে উপজেলার দৌলতদিয়ায় জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, জেলে জামাল প্রামাণিক ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। সেখানে বিশাল একটি কাতল মাছ ধরা পড়ে। এরপর তারা মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে আছে।
চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জামাল প্রামাণিক ২৮ কেজি ওজনের একটি তাজা কাতল মাছ বিক্রির জন্য মোমিন মন্ডলের আড়তে নিয়ে আসে। এ সময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। এখন মাছটি বিক্রির জন্য মোবাইলে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করবো। কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ছেড়ে দেবো।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন পানি কম। এ কারণে জেলেদের জালে প্রতিনিয়ত বড় আকৃতির মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025