চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর চিলির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে এবং লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
সুনামির ঝুঁকির কারণে চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া বিভাগ শুক্রবার (২ মে) ম্যাগালেনাস এবং অ্যান্টার্কটিকের উপকূলীয় অঞ্চলের জন্য রেড অ্যালার্ট জারি করেছে।
সংস্থাটি জানিয়েছে, পুয়ের্তো উইলিয়ামস শহরসহ বেশ কয়েকটি সম্প্রদায় থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার মধ্যে ড্রেক প্যাসেজে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, আমরা ম্যাগালানেস অঞ্চলজুড়ে উপকূলীয় এলাকা খালি করার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের কর্তব্য হলো প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের কথা মেনে চলা।
সূত্র: আল-জাজিরা
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025