গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে জোট করা বা আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা কিংবা এ বিষয়ে আলাপ হয়নি।
তিনি বলেন, গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকলেও নির্বাচনী জোটের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি সবশেষ বিএনপির সঙ্গে বৈঠকটিও যুগপৎ আন্দোলনের বৈঠকের ধারাবাহিকতার অংশ ছিল।
বৃহস্পতিবার (১ মে) গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে। তবে নির্বাচনের আগ মুহূর্তে যদি কোনো জোটে যায় কিংবা গণঅধিকার পরিষদের নেতৃত্বে কোনো জোট গঠন হয় সে বিষয়টিও দলীয় ফোরামে আলোচনা করে দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ২/১টি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আবু হানিফ বলেছেন, ওই সংবাদে গণঅধিকার পরিষদের কোনো বক্তব্য নেওয়া হয়নি।
তাতে বলা হয়েছে, পটুয়াখালি-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে সমঝোতা হয়েছে। আমরা মনে করি, এতে বিভ্রান্তি ছড়াতে পারে। ফলে অন্য কোনো নিউজে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।
পাশাপাশি সাংবাদিকদের প্রতি তিনি অনুরোধ করেছেন, গণঅধিকার পরিষদের জোট কিংবা আসন ভাগাভাগির কোনো সংবাদ প্রকাশের আগে যেনো তাদের দলের বক্তব্য নেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025