রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ পাঁচজন পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. শাহ আলম (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. রাজু, মো. মুরাদ (২১) ও মো. স্বপন মিয়া (২৫)।
বৃহস্পতিবার (১ মে) ডিএমপির ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার মো. আলী আকবরের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার গ্রিল কেটে ১৯ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ ১২ লাখ টাকা নিয়ে যায়। ভুক্তভোগী আলী আকবরের অভিযোগের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা রুজু হয়। মামলার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।
পরবর্তীতে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিমের নেতৃত্বে একটি টিম গত ২৮ এপ্রিল রাত ১০টার দিকে মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চোরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি স্বর্ণের আংটি, দুটি জোড়া স্বর্ণের বালা, এক জোড়া রূপার ওপর স্বর্ণ মোড়ানো বালা, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুড়ি, একটি চোরাই মোবাইল এবং চুরির কাজে ব্যবহৃত একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা একটি পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য এবং জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025