২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তখনই নেট জগতে ভাইরাল হয়ে যান রিকশা চালক মোহাম্মদ সুজন। সাধারণ ছাত্রদের স্যালুট দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি। এবার তাকে আবারও রাস্তায় দেখা গেছে।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিকদের এক র্যালিতে তাকে আবারও তাকে দেখা গেছে।
শ্রমিকদের র্যালিতে বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে একটি একটি রিকশায় স্যালুট দেওয়া অবস্থায় দেখা যায় রিকশা চালক মোহাম্মদ সুজনকে।
২০২৪ সালের জুলাইয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি তারকা, রিকশাওয়ালা, শ্রমিকরাও এগিয়ে আসেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।
ঢাকার এক সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজ রিকশায় দাঁড়িয়ে সালাম দিতে দেখা যায় এই রিকশা চালককে। এসময় তার কপালে বাংলাদেশের পতাকা বেঁধে রাখা ছিল। মুহূর্তের মধ্যেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025