যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৪ বা ৫ মে দেশে ফিরতে পারেন। তবে বিষয়টি নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার ওপর। তবে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি সুরাহা হয়নি।
খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, তার সঙ্গে যারা থাকছেন তারা হচ্ছেন- বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, গৃহকর্মী ফাতেমা বেগম ও লন্ডনে সফরে থাকা বিএনপি নেতা তাবিথ আউয়াল।
সূত্রটি আরও জানিয়েছে আগামী ৪ মের মধ্যে যদি কাতারের এয়ার অ্যাম্ব্যুলেন্স না পাওয়া যায় তাহলে বাংলাদেশ বিমানের যাত্রীবাহী নিয়মিত ফ্লাইটে করেই তিনি দেশে ফিরবেন।
এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মে মাসের প্রথম সপ্তাহেই খালেদা জিয়াকে দেশে নেওয়ার চেষ্টা চলছে। তার সঙ্গে পুত্রবধূ ড. জুবায়দা রহমানও থাকবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025