বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

রাকসু নির্বাচনের ফল কখন, জানাল কমিশন

রাজশাহী, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা চলছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে গণনা করা হয়েছে মন্নুজান হলের ব্যালট দিয়ে।

রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা ৮.২০ মিনিটে ভোট গণনা শুরু করেছি। গণনা শেষ হতে ২টা বাজতে পারে। তবে গণনার কাজ দ্রুত শেষ করতে আমরা লোকবল বাড়িয়ে দিয়েছি। ধারাবাহিকভাবে আমাদের একটি হলের পরে আরেকটি হলের ফল গণনা করা হবে।

সরেজমিন দেখা যায়, মিলনায়তনের মঞ্চে ছয়টি ব্যালটের জন্য আলাদা আলাদা ছয়টি ওএমআর মেশিন বসানো হয়েছে। মঞ্চের সামনে সাজানো হয়েছে বিভিন্ন হলের ভোট বাক্স। এক-একটি হলের ব্যালট বাক্স খোলা হচ্ছে সংশ্লিষ্ট হলের প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে। এই পুরো প্রক্রিয়াটি মিলনায়তনের সামনে বড় পর্দায় দেখানো হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা।

এ ছাড়া মিলনায়তনের আসনে বসে পর্যবেক্ষণ করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ একজন ভোটার রয়েছেন। এর মধ্যে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট দিয়েছেন।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com