বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

‘জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, এর আগেও পুরান ঢাকায় এ রকম অগ্নিকাণ্ড ঘটেছে। সেই কারণে ওই জায়গা থেকে কেমিক্যাল গোডাউনগুলো বিভিন্ন জায়গায় সরানো হয়েছে। জরুরিভাবে কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার। এজন্য পলিসি পরিবর্তন করা দরকার হলে সেটিই করতে হবে।

বুধবার রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও কেমিক্যাল গুদাম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, আমি এখানে দেখতে এসেছি এ ধরনের কেমিক্যাল যেখানে রাখা হয়, এগুলো হচ্ছে বেআইনি জায়গা। সরকারকে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে।কেমিক্যাল মজুতে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে। যেন জনবহুল এলাকায় এ ধরনের ক্ষেত্রগুলো না থাকে।

তিনি বলেন, যে মানুষগুলো মারা গেছেন তাদের বিষয়ে সরকার কাজ করছে। হাসপাতালের হেল্প ডেস্ক ও  সমাজকর্মীরা এ বিষয়ে ফলোআপ করবে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নিয়ে বসবে। তাদের বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। নিখোঁজদের বিষয় ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করতে হলে এক্সপার্টদের সাহায্য লাগবে। 

উপদেষ্টা বলেন, এক্সপার্টদের বুদ্ধি নিয়ে কাজটি করতে হবে। এখানে পুলিশসহ অনেককে লাগবে। যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সবকিছু নিয়ে ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ের এবং আমি সেটি করব। আমার যেটা করণীয় আমি সেটি অতি দ্রুত করতে চাই।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com