বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

গুগল ম্যাপ দেখে হাঁটতে গিয়ে ভেনিসের খালে পড়লেন পোলিশ নারী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

গুগল ম্যাপসের নির্দেশ অনুসরণ করতে গিয়ে ইতালির ভেনিসের একটি খালে পড়ে গেছেন একজন পোলিশ পর্যটক বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয়েছে। খবর স্কাই নিউজের।

ভিডিওটি পোস্ট করে উইক্টোরিয়া গুজেন্ডা নামের ওই পর্যটক ক্যাপশনে লিখেছেন, যখন গুগল ম্যাপস বলে ‘সোজা যান’, কিন্তু আপনি ভেনিসে। 

ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, পর্যটক ফোন দেখতে দেখতে ভেনিসের একটি সিঁড়ি দিয়ে হাঁটছেন এবং হঠাৎ করেই পিছলে পানিতে পড়ে যান। পরে ভিডিওর অন্য অংশে দেখা যায়, খালে পড়ে যাওয়ার কারণে তার পায়ে বেশ কিছু আঘাত ও স্ক্র্যাচ লেগেছে।

এ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। এ নিয়ে ভেনিস ভ্রমণের ওপর তৈরি বিভিন্ন ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, বেশ কিছু কারণে ভাসমান শহর ভেনিসে গুগল ম্যাপস মোটেও নির্ভরযোগ্য নয়।

ট্যুর লিডার ভেনিস নামক একটি সাইট লিখেছে, গুগল ম্যাপস প্রায়শই পর্যটকদের এমন পথে নির্দেশ করে যা বাস্তবে হয় অস্তিত্বহীন অথবা খাল দিয়ে অবরুদ্ধ। অনেক পর্যটক গুগল ম্যাপস-এর নির্দেশিত মোড়ে এসে দেখেন যে সামনে কেবল খাল, কোনো সেতু নেই।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com