বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার শোক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানান।

শোকবার্তায় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি জাতির জন্য এক বেদনাদায়ক ঘটনা। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তাদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ১৬ জনের মৃত্যু হয় এবং আরও অনেকে দগ্ধ হন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com