বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

সেফ নয়, নির্বাচন দিয়ে স্বাভাবিক এক্সিট চাচ্ছি: ধর্ম উপদেষ্টা

রাঙ্গামাটি প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নির্বাচন দিয়ে আমরা নিজেরা স্বাভাবিক এক্সিট চাচ্ছি, সেফ এক্সিট চাচ্ছিনা। দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আমি বিদেশে পালিয়ে যাবোনা বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নির্বাচন দিয়ে আমরা নিজেরা স্বাভাবিক এক্সিট চাচ্ছি, সেফ এক্সিট চাচ্ছিনা। দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো। যিনি বলেছেন আমরা সেফ এক্সিট চাচ্ছি তিনি এক সময় আমাদের সহকর্মী ছিলেন, তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা স্পষ্ট না।

তিনি কাকে উদ্দেশ্য করেছেন সেটা পরিষ্কার ব্যাখ্যা দিলে ভালো হয়। দেশে থাকার আমার কোন ঘর নাই। আমি ভাড়া বাসায় থাকি।

উপদেষ্টা বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বদ্ধ পরিকর। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপার নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব বরাবরই তথ্য দিয়ে আসছেন। আর নির্বাচন নিয়ে যদি কোন শঙ্কা থাকে সেটি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মনিটর করে যা যা করার করবেন। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি শতভাগ।

ধর্ম উপদেষ্টা সমাবেশে বক্তব্যে বলেন, ‘কাউকে ধর্মীয়, সামাজিক বা অন্য কোনোভাবে বঞ্চিত করা ঠিক নয়। আমাদের সকলের মাঝে সম্প্রীতি থাকা দরকার, কারণ এটিই আসল।’ দেশের উন্নয়নের ভিত্তি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আমি সকল সম্প্রদায়ের উপদেষ্টা। আমাদের দেশের সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সকল ধর্মের জন্য বরাদ্দ আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোন ইসলামিক রাষ্ট্র নয়, এটি সেকুলার রাষ্ট্র এবং আমার সংবিধানও সেকুলার। তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হবে, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি একক কোন ধর্মের উপদেষ্টা নই ।

আমি মসজিদে যেমন যাই তেমনি দায়িত্ব পালনের জন্য মন্দিরে চার্চে বিহারেও যাই। যেতে হবে, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। সবাইকে নিয়ে রাষ্ট্র চালাতে হবে। কোন বেদাভেদ করা যাবে না। এসব অপপ্রচারে আপনারা কান দিবেন না।

পৃথিবীতে যেসব দেশে জাতিগোষ্ঠির মধ্যে সংঘাত হয় সেসব রাষ্ট্র কোন দিন উন্নতি করতে পারে না। জাপান সরকার সুদে টাকা দেয় আমাদের সরকার সেই সুদের টাকা দিয়ে উন্নয়ন করে। সুদের টাকায় বানানো রাস্তা, মেট্রো রেল ও ওভার ব্রিজে চলাচল করছি সকলে।

বাংলাদেশ কোন ইসলামী রাষ্ট্র নয়।আপনি অন্য ধর্মের অনুষ্ঠানে যাবেন কিনা সেটা আপনার দায়িত্ব। তবে আমার দায়িত্ব কোথাও কোন সমস্যা হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাকে যেতে হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com