বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতির মধ্যে আরেক দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। দেশটির সিদন জেলার আল-নাজারিয়াহ গ্রামে চালানো বিমান হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বেসামরিক স্থাপনাগুলোতে রাতভর হামলা চালানোর পর ইসরায়েলের নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেসামরিক স্থাপনাগুলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও সাতজন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ হয়ে যায়। হিজবুল্লাহর আল-মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল।

এটি আঘাত পেয়ে একজন নিহত এবং আরেকজন আহত হন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক, আর আহতদের মধ্যে রয়েছেন একজন সিরীয় এবং ছয়জন লেবানিজ।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে ১৪ মাসব্যাপী ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধ শেষ হয়। তবে এই যুদ্ধবিরতি শুধু নামেই, কারণ ইসরায়েল প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে লেবাননে, যাতে এখন পর্যন্ত ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলের অভিযোগ, যুদ্ধ চলাকালে ব্যাপক ক্ষতির ফলে সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে হিজবুল্লাহ। 

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com