বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

ভারতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক না থাকা নিয়ে বিতর্ক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
ভারতে সফররত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি।  নারী সাংবাদিকের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এদিকে আজ শনিবার ভারত স্পষ্ট করে জানিয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে তাদের কোনো ভূমিকা ছিল না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) তথ্য অনুযায়ী, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে মুম্বাইয়ে আফগান কনসাল জেনারেলের দপ্তর থেকে নয়াদিল্লিতে অবস্থানরত নির্বাচিত কয়েকজন সাংবাদিককে প্রেস কনফারেন্সের আমন্ত্রণ পাঠানো হয়েছিল।মন্ত্রণালয় আরো স্পষ্ট করে জানায়, আফগান দূতাবাসের এলাকা ভারতের সরকারের এখতিয়ারভুক্ত নয়। শুক্রবারে আফগান দূতাবাসে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে কোনো নারী উপস্থিত ছিলেন না। অভিযোগ উঠেছে, কয়েকজন নারী সাংবাদিককে সভায় প্রবেশ করতেও বাধা দেওয়া হয়েছিল।

প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরপরই বহু সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং উল্লেখ করেন, উপস্থিত সব নারী সাংবাদিকই নির্ধারিত পোশাকবিধি মেনে ছিলেন। কনফারেন্সের পর সোশ্যাল মিডিয়ায় অনেক সাংবাদিক এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং উল্লেখ করেছেন, সব নারী সাংবাদিক অনুষ্ঠানস্থলে নির্ধারিত পোশাকবিধি অনুসরণ করেছিলেন।

আফগানিস্তানের তালেবান সরকার নারী, সঙ্গীত, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। সম্প্রতি তালেবান প্রশাসন আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারীর লেখা বই নিষিদ্ধ করেছে এবং ১৮টি কোর্স বাতিল করেছে।

এর মধ্যে আছে জেন্ডার ও ডেভেলপমেন্ট, উইমেন্স সোশিওলজি, মানবাধিকার, আফগান সংবিধান আইন এবং গ্লোবালাইজেশন ও ডেভেলপমেন্ট।ঘটনার পর বিরোধী নেতারা কেন্দ্রকে প্রশ্ন করেছেন, কেন এমন অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ করতে দেওয়া হলো না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছেন, ‘যখন আপনি নারী সাংবাদিকদের একটি অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার অনুমতি দেন, তখন এর অর্থ ভারতের প্রতিটি নারীকে আপনি বলছেন, আপনি তাদের পাশে দাঁড়ানোর জন্য দুর্বল।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশে নারীদের প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণের অধিকার আছে। এমন বৈষম্যের মুখে আপনার নীরবতা ‘নারী শক্তি’ স্লোগানের খালি প্রতিফলন।

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও প্রধানমন্ত্রীকে ঘটনা সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করতে বলেছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘কিভাবে ভারতের সবচেয়ে সক্ষম নারীদের এই অবমাননা আমাদের দেশে ঘটতে দেওয়া হলো, যেখানে নারী দেশের মেরুদণ্ড ও গর্ব।’

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম বলেন, ‘আমি অবাক যে, আফগান মন্ত্রী আমির খান মুত্তাকির প্রেস কনফারেন্স থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত মতামত, পুরুষ সাংবাদিকদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে আসা।’

মুত্তাকি বৃহস্পতিবার ভারতে পৌঁছে পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তালেবান সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকের পর আফগানিস্তানের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে ভারত।

শুক্রবার সকালে কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির পাশে বসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করা হবে।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com