এদিকে আজ শনিবার ভারত স্পষ্ট করে জানিয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে তাদের কোনো ভূমিকা ছিল না।

এদিকে আজ শনিবার ভারত স্পষ্ট করে জানিয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে তাদের কোনো ভূমিকা ছিল না।
আফগানিস্তানের তালেবান সরকার নারী, সঙ্গীত, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। সম্প্রতি তালেবান প্রশাসন আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারীর লেখা বই নিষিদ্ধ করেছে এবং ১৮টি কোর্স বাতিল করেছে।
তিনি আরো বলেন, ‘আমাদের দেশে নারীদের প্রতিটি ক্ষেত্রে সমান অংশগ্রহণের অধিকার আছে। এমন বৈষম্যের মুখে আপনার নীরবতা ‘নারী শক্তি’ স্লোগানের খালি প্রতিফলন।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম বলেন, ‘আমি অবাক যে, আফগান মন্ত্রী আমির খান মুত্তাকির প্রেস কনফারেন্স থেকে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত মতামত, পুরুষ সাংবাদিকদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে আসা।’
মুত্তাকি বৃহস্পতিবার ভারতে পৌঁছে পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তালেবান সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকের পর আফগানিস্তানের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে ভারত।
শুক্রবার সকালে কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির পাশে বসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করা হবে।
সূত্র : এএফপি