বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

৫ বছর পর ঢামেকে ফের চালু হলো বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছর পর আবারও রোগীদের জন্য বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালু করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এ সময় তিনি বলেন, ঢাকা মেডিকেলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের রোগীদের সেবা কার্যক্রম পুনরায় শুরু হলো। যাদের সামর্থ্য আছে, তারা যেন গরিব রোগীদের সেবা গ্রহণের সুযোগ করে দেন।   

তিনি আরও বলেন, ৫ বছর পর এই ইউনিটটি পুনরায় চালু করা হলো। দেশে এখন বোনম্যারো ট্রান্সপ্লান্টের রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। প্রতি বছর প্রায় এক হাজার রোগীকে ট্রান্সপ্লান্ট সেবা দেওয়া হয়। এ বছর ২০০টি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। অসহায় রোগীদের ট্রান্সপ্লান্ট সেবার জন্য সরকারের পক্ষ থেকেও ফান্ড প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com