
কুড়িগ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর জেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত শিশু মমিন ও তার সমবয়সী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে বিলে নৌকায় শাপলা ফুল তুলতে যায়। এ সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখ জনক।
বাংলা৭১নিউজ/এসএস