রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সড়ক উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য দুই হাজার কোটি টাকার ইসলামি বন্ড (সুকুক) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ বছর মেয়াদি সুকুক বন্ডের বিপরীতে বছরে ১০ দশমিক ৫০ শতাংশ হারে ভাড়া পাবেন বিনিয়োগকারীরা।
রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সড়ক উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য সরকার দুই হাজার কোটি টাকার ইসলামি বন্ড (সুকুক) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই সুকুক বন্ডটি ৭ বছর মেয়াদি হবে, এবং বিনিয়োগকারীরা বছরে ১০ দশমিক ৫০ শতাংশ হারে ভাড়া পাবেন, যা বছরে দু্ইরারে পরিশোধিত হবে।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৯ মে ইসলামি সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটে এই সুকুক বন্ডের তালিকাভুক্তি কার্যক্রম শুরু হবে। বন্ড ইস্যুর আনুষ্ঠানিকতা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে।
এই বন্ডটির অভিহিত মূল্য দুই হাজার কোটি টাকা। বন্ডটির মুনাফা নির্ধারিত সময় অনুযায়ী বিনিয়োগকারীদের পরিশোধ করা হবে। সুকুকটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে এবং এর মেয়াদ ২০৩২ সালের ২০ মে পর্যন্ত থাকবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সুকুকের মাধ্যমে বিনিয়োগকারীদের বার্ষিক ১০.৫০% হারে মুনাফা প্রদান করা হবে, যা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধিত হবে। এই সুকুকের নিলামে অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ ব্যাংকের সাথে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে।
এছাড়া, দেশি-বিদেশি ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীরা, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড, এবং ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডও বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের চলতি হিসাবের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে সক্ষম হবে।
বন্ডটির দরপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ মে সকাল ১০টায় এবং শেষ হবে ১৯ মে দুপুর সাড়ে ১২টায়। এরপর, ২০২৫ সালের ২০ মে নির্ধারণ করা হবে বন্ড ইস্যুর মুনাফার হার এবং বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটিজ হিসাবে লেনদেন সম্পন্ন হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025