বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণ ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি দায়েরের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ববির সামনে মহাসড়ক আটকে দেন তারা। এর আগে মহাসড়কে একটি মশাল মিছিল করেন।
এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যাত্রীদের চরম ভোগান্তি হয়। এ রিপোর্ট লেখার সময় রাত ১০টায় অবরোধ চলছিল।
শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, হামলা-মামলা দিয়ে শিক্ষার্থীদের দমন করা যাবে না। স্বৈরাচারী হাসিনা যেভাবে হামলা-মামলা দিয়ে বিরোধী মতকে অন্যায়ভাবে দমন করতে চেয়েছিলেন, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেই কাজ করছে।
তিনি আরও বলেন, অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল করতে হবে। সাধারণ ডায়েরি অবিলম্বে প্রত্যাহারসহ স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের দায়ে ববি উপাচার্য শুচিতা শরমিনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বাসযাত্রী আবদুর রহমান বলেন, পটুয়াখালী যেতে বাসে উঠে বিপদে পড়েছি। মহাসড়ক আটকে দেওয়ায় ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ববির শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে. এম. সানোয়ার পারভেজ লিটন এ ডায়েরি করেন। এতে ১০ জনের নামোল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা করা হয়।
এর আগে গত কয়েক দিন ধরে ববি রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছিলেন অভিযুক্ত ওই শিক্ষার্থীরা। এরমধ্যে রোববার রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহসহ বিক্ষোভ করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরতরা।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025