হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের সাথে করা ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও তেল আবিব সরকার প্রায়শই চুক্তি লঙ্ঘন করে চলেছে।
শেখ নাইম কাসেম সোমবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুত থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে বলেন, আমাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির কোনও লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়নি। যদিও ইসরায়েলি পক্ষ ৩ হাজার বারেরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে।
তিনি লেবাননের সরকারকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, রাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দায়িত্ব রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টার হিসেবে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে ইসরায়েলকে অবিলম্বে তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন।
তিনি লেবাননের ওপর চলমান ইসরায়েলি হামলার বিষয়ে বলেন, বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি ভবনে সর্বশেষ বিমান হামলা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এবং সমর্থন নিয়ে করা হয়েছে। লেবাননে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে। লেবাননের স্থিতিশীলতা বিপন্ন হলে তাদের স্বার্থ রক্ষা করা যাবে না।
শেখ কাসেম বলেন, ইসরায়েল অব্যাহত আগ্রাসন, দখলদারিত্ব এবং রাজনৈতিক চাপের মাধ্যমে লেবাননকে দুর্বল করতে চাইছে। লেবাননের শক্তি তার প্রতিরোধ ফ্রন্ট, সশস্ত্র বাহিনী এবং জাতির মধ্যে নিহিত।
সূত্র: প্রেস টিভি
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025