লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা, বুড়িমারী থেকে দুই আন্তঃনগর ট্রেন চালু করার দাবিতে। আন্দোলনকারীরা সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো লালমনিরহাটের হাতীবান্ধায় অবরোধ কর্মসূচি পালন করছে। এতে প্রায় চার কিলোমিটার রাস্তা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
আন্দোলনকারীরা জানান, লালমনিরহাট জেলা একটি দীর্ঘ জেলা, যার এক প্রান্তে জেলা শহর এবং অপর প্রান্তে রয়েছে বুড়িমারী স্থলবন্দর। যদিও লালমনিরহাটে দুটি আন্তঃনগর ট্রেন থাকার কথা ছিলো, তবে একটি ট্রেন বুড়িমারী স্টেশন থেকে চালু হয়নি।
এই অবস্থায়, স্থানীয়রা বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে টানা চার দিন ধরে রেলপথ অবরোধ করেছে। এছাড়া আন্দোলনের অংশ হিসেবে শনিবার মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করা হয়।
গত ১৬ এপ্রিল, রেলভবন বুড়িমারী এক্সপ্রেস চালু করার ঘোষণা দিয়েছিল, তবে তা যাত্রার আগেই স্থগিত করা হয়, যা আন্দোলনকারীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে চরম বিপর্যয় দেখা দিয়েছে। আন্দোলনকারীরা বলেছেন, তারা ট্রেন চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025