সুন্দরবনের শিবসা নদীর পশ্চিত তীরে মুচির দোয়ানি এলাকায় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে বনদস্যু আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেনকে (৩৩) আটক করেছে। এসময়ে বনদস্যু বেল্লালের কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আটক বনদস্যু বিল্লালের বাড়ী খুলনার কয়রা উপজেলায়। সোমবার (২৮ এপ্রিল) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিমাম-উল- হক এতত্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনের মুচির দোয়ানি এলাকায় রবিবার বিকাল ৫ টায় আনারুল বাহিনীর বিরুদ্ধে অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অন্যরা বনের গহীন অরণ্যে পালিয়ে গেলেও বনদস্যু বিল্লালকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বনদস্যু বিল্লাল সুন্দরবনে দীর্ঘদিন ধরে মুক্তিপনের দাবীতে জেলে-বনজীবীদের অপহরনসহ বনদস্যু আনারুল বাহিনীকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতার কথা স্বীকার করেছে। বনদস্যু বিল্লালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে কোস্টগার্ড।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025