দ্বিধা ছাড়াই বলা যায়—চট্টগ্রামের সকালটা জিম্বাবুয়ের। নাজমুল হোসেন শান্ত পাঁচজন বোলার ব্যবহার করেছেন। সাফল্য পেয়েছেন দুজন। বাংলাদেশ তবে রান আটকাতে পারেনি। লাঞ্চের আগে সফরকারী দল জমা করেছে ৮৯ রান। উইকেট হারিয়েছে মোটে দুটি।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন জেতেন টস। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। এরপর অভিষেক হওয়া তানজিম হাসান সাকিবের এবং তাইজুলের আঘাত।
মাঝে কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে তা লুফে নিতে পারেননি টাইগাররা। চাপ সামলে পরে ট্রাকে ফেরে সফরকারীরা। লাঞ্চের আগে তারা দারুণ গতিতে জমা করেছে রান।
সকালে মাথাব্যথার হয়ে ওঠা ওপেনিং জুটি ভাঙেন সাদা পোশাকে প্রথমবার খেলতে নামা তানজিম। জিম্বাবুয়ের ওপেনার ব্রায়েন বেনেটকে ক্যাচ বানান জাকের আলীর। পরে বেন কারানকে পরাস্ত করেন তাইজুল। প্রতিপক্ষের দুই ওপেনারই আনেন ২১ করে রান।
৭ ওভারে ৩৬ রান খরচায় একটি উইকেট তুলেছেন তানজিম। ৯ রান খরচায় একটি উইকেট ঝুলিতে পুরেছেন তাইজুল। জিম্বাবুয়েকে ৩২ রান করে এগিয়ে নিচ্ছেন নিক উইলস। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ শন উইলিয়ামস (৬)।
আজ তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ হারিয়েছেন জায়গা। পিএসএল খেলতে যাওয়ার কারণে দলে নেই নাহিদ রানা। তার জায়গায় অভিষেক হয়েছে তানজিমের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়। স্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে বোলিং আক্রমণে।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025