সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ৬০ টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে কার্গো প্লেনটি উড়াল দেয়।
ঐতিহাসিক এই মুহূর্তের মধ্যদিয়ে রপ্তানি বাণিজ্যের সঙ্গে সিলেটের নাম যুক্ত হলো। এই সঙ্গে ঢাকার বাইরে থেকে এটাই প্রথম আন্তর্জাতিকভাবে কার্গো ফ্লাইট চালু।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গালিস্টেয়ার এভিয়েশনের একটি চার্টার্ড এয়ারবাস এ ৩৩০-৩০০ ফ্রেইটার স্পেনের উদ্দেশে যাত্রা করে। স্পেনের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের জন্য ফ্লাইটিতে প্রায় ৬০ টন তৈরি পোশাক পরিবহন করা হয়েছে। উদ্বোধনী ফ্লাইটে কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সন্ধ্যায় ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আজ সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতার পর ঢাকার বাইরে এই প্রথম একটি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্গো ফ্লাইট চালু হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার উৎপাদনশীল কাজে যে দুর্বৃত্তায়ন করেছে, এতে আমরা মানসিকভাবে অধীনস্থ হয়ে গেছি। আমাদের চিন্তার জগত, চেতনার জগত সব কিছুতেই অধীনস্থ থাকার চিন্তা-ভাবনা তৈরি করেছে। ফলে আমাদের নিজস্ব সৃষ্টিশীলতা, কার্যক্ষমতা হারাতে শুরু করেছিলাম।
উপদেষ্টা বলেন, সাফল্য কোনো গন্তব্য নয়। আজকের সাফল্য কোনোভাবেই আমাদের গন্তব্য নয়। এটি আমাদের যাত্রা।
ঢাকা-সিলেট রুটে বাণিজ্যিক সার্ভিসে ৩৭ শতাংশ ব্যয় কমেছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যাতায়াতে খরচ কমেছে ১৩ শতাংশ। তবে আমি এটাতে সন্তুষ্ট নয়। আমি এর থেকে আরও বেশি চাই।
তিনি বলেন, এটি কারো একার কর্তৃত্ব নয়, সিভিল এভিয়েশনও এখনে প্রচুর কাজ করেছে। রানওয়ের সক্ষমতা বাড়ানো থেকে শুরু করে এয়ারপোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছ।
শেখ বশিরউদ্দীন বলেন, ভারতের সঙ্গে যখন ট্রানশিপমেন্ট বন্ধ হয়ে যায়, তখন প্রধান উপদেষ্টা আমাকে ডাকলেন। বললেন এ বিষয়ে কী করা যায়? তখন আমি আমার সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে আলোচনা করি। আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করি দিল্লি, ব্যাঙ্গালুর ও কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে আমাদের ব্যবসায়ীদের যে টাকা খরচ হতো তার চেয়েও আরও কম খরচে আমরা কার্গো ফ্লাইট চালু করবো।
এদিকে সিলেটের পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও বিশেষায়িত কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব নাসরীন জাহান।
সভাপতিত্বে করেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025