চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহেদ (২৪) আবুতোরাব গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামানের ছেলে। ঘটনার পর নুরুজ্জামান পালিয়ে গেছেন।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, নুরুজ্জামান দুবাইয়ে ছিলেন। গত মে মাসে তিনি দেশে আসেন। শাহেদ তার একমাত্র ছেলে ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, নুরুজ্জামান সম্প্রতি সিলেটের এক নারীকে গোপনে বিয়ে করেন। শাহেদ ও তার মা বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার দ্বিতীয় স্ত্রীকে তিনি বাড়িতে নিয়ে আসেন। বুধবার সন্ধ্যার দিকে শাহেদ ও তার মা বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন।’
ওসি আরও জানান, দ্বিতীয় বিয়ে নিয়ে বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে নুরুজ্জামান ছেলেকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত শাহেদকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হেফাজতে নিয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পালিয়ে যাওয়া নুরুজ্জামানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025