ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। তামান্না মোট ১০ হাজার ৮৪ ভোট পেয়ে এবারের নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।
এর আগে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভাঙচুর করা হয়। এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বলেন, এটি নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। নিজেও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে তামান্না লিখেছিলেন— “স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।”
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025