কাতারে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে কাতার সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে ঢাকা।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, কাতারে ইসরায়েলের সামরিক আগ্রাসনের দ্ব্যর্থহীন নিন্দা জানায় বাংলাদেশ সরকার। ইসরায়েলের এই কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।
ইসরায়েল বিনা প্ররোচনায় বেআইনিভাবে হামলা চালিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম কাতার সরকার ও জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করে বাংলাদেশ।
এই ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি ইসরায়েলের অব্যাহত অবজ্ঞার আরেকটি ইঙ্গিত। এই ধরনের কর্মকাণ্ড শান্তি ও নিরাপত্তার প্রতি বিশ্বব্যাপী প্রচেষ্টাকে দুর্বল করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অংশীদারদের জবাবদিহি নিশ্চিত করার জন্য এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025