খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
অবরোধের কারণে দুরপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। সড়ক পরিবহনের মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকনুদ্দিন জানিয়েছে ঢাকা থেকে নাইট কোচগুলো নিরাপত্তা বাহিনীর সহায়তায় যথাসময়ে খাগড়াছড়ি এসে পৌঁছে।
অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারিরা। এছাড়া কয়েকটি সড়কে গাছের গুড়ি ফেলেছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। শহরে ছোটখাটো যানবাহনগুলো চলাচল করছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রতীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন নিরাপত্তা ব্যবস্থার জোরদার করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025