নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জেন-জি প্রজন্মের বিক্ষোভ দমাতে না পেরে অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তবে তার পরও উত্তাল পরিস্থিতি থামেনি। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা একের পর এক হামলা চালিয়ে সংসদ ভবনেও আগুন ধরিয়ে দিয়েছে।
এ অবস্থায় আন্দোলনকারীদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছেন কাঠমান্ডু মহানগরের মেয়র বালেন্দ্র শাহ। সংসদ সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি অভিযোগ করেছেন, শত শত বিক্ষোভকারী সংসদ ভবনের মূল চত্বরে প্রবেশ করে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে।
এতে সংসদ ভবনের বিভিন্ন অংশে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। শুধু সংসদ ভবনই নয়, বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতার বাড়িঘরেও হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে মেয়র বালেন্দ্র শাহ তরুণ বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেছেন- “প্রধানমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। তাই এখন প্রাণহানি ও সম্পদ ধ্বংস আর কোনোভাবেই কাম্য নয়। সরকারি-বেসরকারি সম্পদ আসলে জনগণের যৌথ সম্পদ। এগুলো ভাঙচুর করলে ক্ষতিগ্রস্ত হব আমরা নিজেরাই।” তিনি আরও উল্লেখ করেন, “দয়া করে শান্ত থাকুন। জাতীয় সম্পদ ধ্বংস মানে সবার ক্ষতি। এখন সময় সংযম প্রদর্শনের। এখান থেকেই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের প্রজন্মের।”
এর আগে, গত সোমবার দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হন। এর জের ধরেই প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করেন। তবে সরকারের পতনের পরও তরুণদের ক্ষোভ প্রশমিত হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাঠামোগত সংস্কার ও রাজনৈতিক জবাবদিহির দাবিতে জেন-জিদের আন্দোলন এখন এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হতে পারে।
তথ্য সূত্র- দ্য কাঠমাণ্ডু পোস্ট।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025