ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আট কেন্দ্রের মধ্যে ছয়টির ভোটগণনা শেষে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্য রাতে বিভিন্ন কেন্দ্রের সামনে দায়িত্বরত কর্মকর্তারা এসব তালিকা প্রকাশ করেন। দিবাগত রাত সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রের গণনা শেষ হয়। এসব কেন্দ্র হলো- ইউল্যাব স্কুল, সিনেট ভবন, কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ, টিএসসি কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র। এসব কেন্দ্র মিলিয়ে সাদিক কায়েম ১০ হাজার ৭৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৩৩৮ ভোট।
এসএম হল কেন্দ্র বাদে উমামা ফাতেমা তৃতীয় অবস্থানে রয়েছেন। তিনি ১১ কেন্দ্রে ২ হাজার ৫৬০ ভোট পেয়েছেন। শামসুন নাহার হল এবং হাজী মুহম্মদ মুহসীন হলে ২ হাজার ২৪৯ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে শামীম হোসেন। এছাড়া আব্দুল কাদের পেয়েছেন ৭৩৬ ভোট।
জিএস পদে আবু বাকের মজুমদার ছয় কেন্দ্রে ১১ হলে মোট ১ হাজার ৬৫৩ ভোট পেয়েছেন। তবে বিজয় একাত্তর হল থেকে তিনি কত ভোট পেয়েছেন, তা জানা যায়নি। ছাত্রদল মনোনিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম ৩ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন। তবে এই পদে অনেকটাই এগিয়ে রয়েছেন ছাত্রশিবির মনোনীত প্রার্থী এস এম ফরহাদ। তিনি ছয় কেন্দ্রে ৭ হাজার ৫২৬ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ ৩ হাজার ৯২৪ ভোট, ছাত্রশিবিরের মহিদ্দিন খান ৮ হাজার ১৪৩ ভোট পেয়েছেন। এছাড়া তাহমীদ আল মোদ্দাসসীর চৌধুরী শামসুন নাহার হল বাদে ১ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025