ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ খ্যাতি অর্জন করেছেন করেছেন তিনি। যখন যে চরিত্রই করেন তিনি সেটি ফুটিয়ে তোলেন দারুণ ভাবে।
এছাড়া ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ সাম্প্রতিক সময়ে অভিনেত্রীর আরও কিছু নাটক দর্শকের মন জয় করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এ অভিনেত্রী।
সম্প্রতি পারসা ইভানা খয়েরি কালারের শাড়ি পরে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলা চুল মিষ্টি হাসিতে গালে হাত দিয়ে সোফায় বসে রয়েছেন পারসা। তার চোখের চাহনি যেন নেটিজেনদের নজর কেড়েছে।
ক্যাপশনে এক উক্তি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তারা বলে লাল গালিচায় লাল পোশাক পরা ঝুঁকিপূর্ণ কিন্তু ঝুঁকি সবসময়ই আমার প্রিয় অনুষঙ্গ।’
এদিকে কমেন্ট বক্সে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পারসা। জেরি নামে এক নেটিজেন লিখেছেন, ‘শাড়িতেই আপনাকে ভালো মানিয়েছে।’ আরেকজনের কথায়, ‘প্রিয় অভিনেত্রী সুন্দর লাগছে বেশ মানিয়েছে।’
উল্লেখ্য, অভিনয়ের পারসা ইভানা একজন নৃত্যশিল্পীও। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তা অনেকেরই অজানা।ৎ
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025