তীব্র বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনায় নেপালের রাজধানী ও আশপাশে অস্থিরতা বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া সংসদ ভবনেও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
সংবাদমাধ্যমটি বলছে, সারা দেশে বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় ভৈসেপাটি এলাকায় মন্ত্রীদের নিজ নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়ি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
প্রতিবাদকারীরা ভৈসেপাটিতে এক মন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেয়।
সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সেনা ব্যারাকগুলোতে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025