নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে চলমান বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
এর আগে জেনারেশন জেড- সদস্যদের আন্দোলনের মুখে সোমবার সন্ধ্যায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগ করেন। তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।
কৃষিমন্ত্রী পদত্যাগপত্রে বলেন, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করার নাগরিকদের স্বাভাবিক অধিকারকে স্বীকৃতি দেয়ার পরিবর্তে রাষ্ট্র ব্যাপক দমন, হত্যা এবং বলপ্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে, যা দেশকে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদের দিকে নিয়ে গেছে। তিনি আরও বলেন, সরকার কীভাবে এমন একটি প্রজন্মের বিরুদ্ধে সহিংস আচরণ করেছে যার সঙ্গে জাতি গঠনে সহযোগিতা করা উচিত, তার উত্তর না দিয়ে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।
এদিকে, নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা জেনারেল জেড বিক্ষোভের সময় ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী ওলিকে দায়িত্ব নিতে এবং তার পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানান। থাপা বলেন, নিরপরাধ যুবকদের অকারণে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে এই দমন-পীড়নের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুজন জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগে তীব্র চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির জোট সরকার।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025