ছাত্রদের বিক্ষোভের সামনে পিছু হঠতে বাধ্য হলো নেপাল সরকার। সামাজিক মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হলো। তবে রাজধানী কাঠমান্ডুতে এখনো উত্তেজনার পারদ তুঙ্গে। ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনো পর্যন্ত ১৯ জন ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীরা দুপুরে পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছিল। পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পৈতৃক বাড়িতে তারা আক্রমণ করে। অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দেন। এরপরেই সরকার সামাজিক মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নেপালের মন্ত্রী এবং মন্ত্রিসভার মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''আমরা সামাজিক মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছি। সাইটগুলি এখন কাজ করছে।'' অন্যদিকে প্রধানমন্ত্রী ওলি জানিয়েছেন, কিছু স্বার্থপর গোষ্ঠীর মদতে এই ঘটনা ঘটেছে। যা ঘটেছে, তা খুবই দুঃখজনক।
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার খরচ দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত সংঘর্ষের ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, কেবলমাত্র সামাজিক মাধ্যম বন্ধ করার জন্য এই বিক্ষোভ হয়নি। দীর্ঘদিন ধরে রাগ চেপে রেখেছিল জেন জি বা নতুন প্রজন্ম। সরকারের দুর্নীতি, অর্থনীতির অবক্ষয়, চাকরির অভাব-- সব মিলিয়ে এক চরম হতাশা তৈরি হয়েছিল। সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা সেই হতাশার আগুনে ঘি দেওয়ার সামিল। তারই জেরে সোমবার স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ শুরু হয়। পরে যা ভয়াবহ চেহারা নেয়।
গত সপ্তাহের শেষভাগে একাধিক সমাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করে ওলির সরকার। অভিযোগ, ওই সংস্থাগুলিকে সরকার রেজিস্টার করতে বলেছিল। সামাজিক মাধ্যমে প্রচুর ফেক আইডি তৈরি করে অপরাধমূলক কাজকর্ম হচ্ছে, এমন আশঙ্কা করেছিল সরকার। সে কারণেই সামাজিক মাধ্যম সংস্থাগুলিকে রেজিস্টার করতে বলা হয়েছিল।
কিন্তু সংস্থাগুলি তা না করায় তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে সরকারের দাবি। আর তাতেই বিক্ষোভ শুরু করে বর্তমান প্রজন্ম। সোমবার বিকেলের মধ্যে বিক্ষোভ রাজধানী ছেড়ে দেশের অন্য শহরগুলিতেও ছড়িয়ে পড়ে। তারপরই এই সিদ্ধান্ত নেয় সরকার।
বাংলা৭১নিউজ/ সূত্র: ডয়চে ভেলে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025