রাজধানীর খিলক্ষেত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি মাইক্রোবাসসহ নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে র্যাব-১ ঢাকা রিজেন্সি হোটেলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন— গোলাম মাওলা কায়েছ (৫৭), নাসিম রেজা (৩০), আবুল কালাম আজাদ (৪০) ও পিয়ার হোসেন (৪২)।
র্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি সালমান নূর আলম জানান, সম্প্রতি সারাদেশে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার বেশকিছু ঘটনা ঘটেছে। প্রকাশ্যে অস্ত্রধারীদের মহড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। বিশেষ করে রাতের বেলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর।
সম্প্রতি রাজধানীর উত্তরা, বনানী, মোহাম্মদপুর, বনশ্রী, তেজগাঁও, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওগুলোতে দেখা যায়, আধিপত্য বিস্তার দ্বন্দ্বের জেরে সশস্ত্র ব্যক্তিরা জনবহুল সড়ক, বাজার কিংবা আবাসিক এলাকায় নির্বিচারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করছে।
অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা দল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য তাদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করছে এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করে আসছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025