গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অন্যান্য ঘটনায় ৫৫৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৭৭ জনকে।
এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি এয়ারগান, ১টি ম্যাগাজিন, ৯৩টি এয়ার পিস্তল গুলি, ১টি টিপ চাকু, ১টি বার্মিজ চাকু ও ৭ রাউন্ড গুলি।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025