দেশের জাহাজ নির্মাণ খাতকে এগিয়ে নিতে শিগগিরই আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, আমাদের হাতে সময় কম। আমরা শুরু করে যাব, নির্বাচিত সরকার এসে সেগুলো বাস্তবায়ন করবে। পোশাক খাতের পরে গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে জাহাজ শিল্প। জাহাজ শিল্প এগিয়ে যাবে এই শিল্পে বৈচিত্র্য আনতে হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের খ্যাতনামা নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট।
আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহিল বারী বলেন, সোনারগাঁয়ের জাহাজ তৈরির ঐতিহ্য আছে। এই ঐতিহ্য ধরে রেখেছে আনন্দ শিপইয়ার্ড। ঐতিহ্যবাহী এই নির্মাণ খাত অভিভাবক শূন্য ছিল। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এই খাত এগিয়ে গেছে । কিন্তু দীর্ঘমেয়াদে অর্থায়নে সমস্যা রয়েই গেছে। এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার। জাহাজ নির্মাণ খাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
আনন্দ শিপইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিকমানের নকশা ও প্রযুক্তিতে তৈরি জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও গভীরতা ২৫ ফুট। শক্তিশালী ২,৭৩৫ হর্সপাওয়ার ইঞ্জিনচালিত জাহাজটি ঘণ্টায় ১২ নট গতিতে চলতে পারবে। ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ নানা ধরনের পণ্য পরিবহনে সক্ষম এই জাহাজ।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025