টানা তিন ম্যাচের হতাশার পর অবশেষে জয়ের দেখা পেল জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম জয় তুলে নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের জয়ে চোখধাঁধানো এক ফ্রি-কিক গোল করেন ফ্লোরিয়ান ভার্টজ।
নিজেদের ঘরের মাঠ নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। গোল তিনটি করেছেন সার্জি জিনাব্রি, নাদিম আমিরি ও ফ্লোরিয়ান ভার্টজ। নর্দার্ন আয়ারল্যান্ডের পক্ষে একটি গোল শোধ করেছেন ইসাক প্রাইস।
বাছাইয়ের 'এ' গ্রুপে দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে অবস্থান করছে জার্মানি। এর আগে ইউয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে পর্তুগাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও বাছাইয়ের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরেছিল তারা।
জয়ে ফেরার ম্যাচে সপ্তম মিনিটে দলকে এগিয়ে দেন জিনাব্রি। প্রথমার্ধেই সেই গোল শোধ করে দেন ইসাক প্রাইস। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ফিরে ৬৯ মিনিটে আমিরির গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। তিন মিনিট পর ভার্টজের সেই গোল। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়েছিল জার্মানি। মাপা শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বল জালে পাঠান লিভারপুল ফরোয়ার্ড।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025