সিলেটের পর্যটন এলাকাগুলোতে টেলিটকের নেটওয়ার্ক উন্নত করার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।
রোববার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফ্রি ওয়াইফাই ও ফ্রি টেলিফোন সেবা চালু হয়েছে। শুরুতে ৪০ এমবিপিএস থ্রুপুট দিয়ে সেবা চালু হলেও এক মাসের মধ্যে তা ১০০ এমবিপিএসে উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেবা উদ্বোধনের পর সকালে সিলেটে টেলিটক, বিটিসিএল, ডাক বিভাগ, হাইটেক পার্ক ও আইসিটি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছে।
তিনি জানান বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, পর্যটন এলাকায় টেলিটকের উন্নত কভারেজ নিশ্চিত করা, ফাইবার নেটওয়ার্ক কাটা গেলে দ্রুত মেরামত করা, ডাকঘর নিয়মিত সচল রাখা এবং পার্সেল সেবা ঠিকভাবে দেওয়া।
একই সঙ্গে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা, ভুয়া তথ্য ও আইটি স্কিল নিয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ডাক কর্মকর্তাদের জন্য সেন্ট্রাল লজিস্টিক্স ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) প্রশিক্ষণের কথাও আলোচনা হয়েছে।
এ সময় আয়োজিত মতবিনিময় সভায় সিলেটের নাগরিক সমাজ, সামাজিক সংগঠন, মিডিয়া ও রাজনৈতিক নেতারা অংশ নেন। বিএনপির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট ও এনসিপির স্থানীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ফাইজ তাইয়েব কয়েকটি সহযোগিতা চান। এর মধ্যে রয়েছে পর্যটন এলাকায় টেলিটকের ব্যাটারি ও ক্যাবল চুরি বন্ধে সহায়তা, ফাইবার নেটওয়ার্ক রক্ষায় ঠিকাদারদের সহযোগিতা, ডাক বিভাগ ও বিটিসিএলের জমি উদ্ধারে স্থানীয় সমর্থন এবং সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে সচেতনতা তৈরি করা।
মতবিনিময় সভায় সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানানো হয়। ফাইজ তাইয়েব জানান, এখানে প্রায় ৭৪ একর জমি প্রযুক্তি শিল্প উৎপাদনের জন্য প্রস্তুত আছে। প্রকৃত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্বচ্ছতার সঙ্গে বরাদ্দ দেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে বিশেষভাবে লন্ডনসহ বিশ্বের বড় শহরের প্রবাসী সিলেটিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025