মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম আরিস।
তিনি জানিয়েছেন, ৮০ বছর বয়সী সু চি গুরুতর অসুস্থ। তার হৃদরোগের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে এবং জরুরি চিকিৎসার প্রয়োজন।
লন্ডন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন, “সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা বোঝার কোনও উপায় নেই। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তার জীবিত থাকার বিষয়টি যাচাই করারও কোনও উপায় নেই।”
কিম আরিস মিয়ানমারের সেনা সরকারকে আহ্বান জানিয়েছেন, তার মাকে অবিলম্বে যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাইরের কোনো অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞকে দেখা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি একাকী কারাবন্দি জীবন কাটাচ্ছেন। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে তাঁকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মায়ের জীবন সংকটের কথা তুলে ধরে কিম আরিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত হস্তক্ষেপ করতে এবং সু চির মুক্তি নিশ্চিত করতে। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও সু চির কারাবন্দি অবস্থার অমানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025