আমেরিকান পোশাক ব্র্যান্ড লেভিস-এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। কিন্তু এ খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, এতদিন এই দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন।
এখন আলিয়াকে ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে ঘোষণা করা হলে দীপিকার ভক্তরা রীতিমতো তা নিয়ে ক্ষেপে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ তোলেন, আলিয়া নাকি দীপিকার জায়গা দখল করেছেন। কেউ কেউ বলছেন, আলিয়া সব জায়গায় ঢুকতে চায়। আবার কেউ দীপিকাকে ফেরত আনতে চান।
তবে আলিয়ার ভক্তরা বিষয়টিকে সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন। দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক কিংবা দ্বন্দ্ব চললেও এখনও পর্যন্ত দীপিকা বা আলিয়া কেউই এ নিয়ে মন্তব্য করেননি।
আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। সামনে তিনি অভিনয় করবেন যশরাজ ফিল্মসের স্পাই মুভি ‘আলফা’-তে। এছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর এটিই রণবীর-আলিয়ার দ্বিতীয় কাজ।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025