এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার প্রকাশিত সংশোধিত প্রাথমিক বক্তাদের তালিকায় এ তথ্য দেয়া হয়েছে।
৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ সেপ্টেম্বর। তবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথম বক্তা থাকবেন ব্রাজিল, এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে দায়িত্ব নেয়ার পর এটাই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ।
তালিকা অনুযায়ী, ভারতকে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন। যদিও গত জুলাই মাসে প্রকাশিত তালিকায় উল্লেখ ছিল, নরেন্দ্র মোদি ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন। তবে সংশোধিত তালিকায় পরিবর্তন আনা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেয়ার সূচিতে আছেন ইসরায়েল, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সরকারপ্রধানেরা।
ভারতের প্রধানমন্ত্রী মোদি চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেন। তখন ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়। তবে এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়ার কাছ থেকে দিল্লির অপরিশোধিত তেল আমদানি করায় অতিরিক্ত ২৫ শতাংশ কর আরোপ করা হয়েছে।
তথ্যসূত্র : এনডিটিভি।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025