বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদ এবং কারিগরি শিক্ষার্থীদের ঘোষিত সাত দফা মেনে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার নগরীর ষোলশহর দুই নম্বর গেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে অংশ নেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শিহাব উদ্দিন বলেন, বিএসসি শিক্ষার্থীদের তিন দফা দাবির তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি কারিগরি শিক্ষার্থীদের সাত দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বিএসসি প্রকৌশলীদের ৩ দফা দাবি হলো- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি প্রকৌশলী করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সাথে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করতে না পারে।
অপরদিকে, কারিগরি শিক্ষার্থীদের ৭ দফা দাবি হলো- কারিগরি শিক্ষাকে ১২তম শ্রেণির সমমান ঘোষণা, সরকারি চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ পদে পদোন্নতি নিশ্চিত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন, সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক সংকট নিরসন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবী পরিবর্তন ও পেশাগত সমস্যার সমাধান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025