বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে ধানমন্ডি থানা শ্রমিক লীগের ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল হালিম শেখকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডি জানায়, ধানমন্ডি থানায় দায়ের করা মামলার তদন্তে আব্দুল হালিম শেখের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার।
বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর মিরপুর সেকশন-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হালিম শেখ গুলিবর্ষণের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে বের হয়েছে, তিনি আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং কিশোর আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল্লাহ সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ গুম করারও চেষ্টা হয়েছিল বলে মামলায় উল্লেখ আছে।
এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা রুজু হয়। গ্রেপ্তার আব্দুল হালিম শেখকে আদালতে সোপর্দপূর্বক রিমান্ড আবেদন করা হবে। মামলার রহস্য উদঘাটন ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025