ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে সংঘর্ষে দুই সেনা নিহত। জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়। ওই অভিযানের সময় মাওবাদীদের গুলিতে দুই সেনা মারা যায়।
এতে আহত হয়েছেন আরও এক ভারতীয় সেনা। তাঁকে উদ্ধার করে পালামুর মেদনিরাই মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডে ধারাবাহিক ভাবে মাওবাদীদমন অভিযান চালাচ্ছে ভারতের নিরাপত্তাবাহিনী। বুধবার পালামুর মানাতু থানা এলাকার কেদল গ্রামে জঙ্গলের মধ্যে মাওবাদীদের গতিবিধি দেখা গিয়েছে বলে গোপন সূত্রে খবর পায় স্থানীয় পুলিশ।
সেই সূত্র ধরেই বেশি রাতের দিকে মাওবাদী দমন অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়। ওই অভিযান চলাকালীন মাওবাদীদের গুলিতে দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানান পালামুর ডিআইজি নওশাদ আলম।
পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ সংগঠন তৃতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি (টিএসপিসি)-র সদস্যেরা আত্মগোপন করেছিলেন কেদলের জঙ্গলে। সিপিআই (মাওবাদ)-এর থেকেই তৈরি হয়েছে এই সংগঠনটি। তবে দুই জওয়ানের মৃত্যু এবং এক জনের জখম হওয়ার তথ্য ছাড়া ওই অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু এখনও পুলিশের তরফে জানানো হয়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ