গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিচার দাবিসহ জাতীয় পার্টি নিষিদ্ধ করার ৩ দফা দাবিতে দলটির নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।
তিনি বলেন, নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশেই করা সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, সেটা তার পরিবার সিদ্ধান্ত নেবে।
মো. আসাদুজ্জামান আরও বলেন, নুরের চিকিৎসায় কোনো জটিলতা নেই। একইসঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, হাসপাতালে অযথা ভিড় না করতে, যাতে রোগীর সুস্থতা ও চিকিৎসা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুরসহ চারজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। আহত নুরকে পরে ঢামেকে ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছে।
এদিকে গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নুরের স্ত্রী মারিয়া আক্তার। সে সময় নুরের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
অন্যদিকে নুরের ওপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025