আর্জেন্টিনার সাল্টাতে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯২ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত মে মাসে আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
আর্জেন্টিনায় বড় ধরনের ভূমিকম্পের ইতিহাস তুলনামূলকভাবে কম হলেও এর পশ্চিমাঞ্চল সবসময় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। দেশটির আন্দিজ পর্বতমালা অঞ্চল (চিলির সীমান্তবর্তী পশ্চিম অংশ) ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ আন্দিজ অঞ্চল নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025