নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের পরিবর্তে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবকে।
নেদারল্যান্ডসের একাদশে পরিবর্তন একটি। টিম প্রিঙ্গলের জায়গায় এসেছেন সিকান্দার জুলফিকার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), মো. সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শাক মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্সওয়েল ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শরিজ আহমাদ, নোয়া ক্রোয়েস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025