দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন অস্ত্র ও পর্নোগ্রাফি মামলার এক আসামিসহ বাংলাদেশি ৭ যুবক।
গতকাল শনিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ‘ভালো কাজের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধপথে পাসপোর্ট-ভিসা ছাড়া ২০২২ সালে ৪ মার্চ অবৈধপথে ভারতে যান।
এরপর ভারতের মুম্বাইয়ে বিভিন্ন অঞ্চলে কৃষিকাজসহ অন্যান্য কাজ করার সময় ওই বছরের ২৬ ডিসেম্বর সেখানকার পুলিশ আটক করে তাদের আদালতে পাঠায়। আদালত তাদের ৩ বছর ৪ মাস সাজা দেয়। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে গতকাল তারা দেশে ফেরেন।
ফেরত আসলেন যারা তারা হলেন- রবিউল ইসলাম (৩৩ ), ফয়সাল (৩৭), মিন্টু বাড়ুই (৪০), এনায়েত মাতুব্বর (৩১), রিপন খলিফা (৪১), শহিদুল শেখ (৩৫) ও আল আমিন হোসেন (২০)। এরা শরীয়তপুর, যশোর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025